তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী স্বাগত বক্তব্য রাখেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী বাল্যবিবাহের সামগ্রিক চিত্র ও সেলপের উদ্যোগ বিষয়ক প্রেজেন্টেশন করেন। মুক্ত আলোচনায় বক্তারা ভূয়া জন্মসনদ, এফিডেভিট এবং নোটারী পাবলিক ব্যবহার করে যারা বাল্যবিবাহ দিতে সহায়তা করে তাদের চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়ে তুলতে ইমাম, কাজীদের আরো সচেতন করার ওপর জোর দেন। এছাড়াও প্রশাসনের ভূমিকা আরো জোরদার করে বাল্যবিবাহ নিরোধ আইনের কঠোর প্রয়োগ করতে হবে। বাল্যবিবাহ সংগঠিত হলে বর ও বরের বাবাকে আইনের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়। সভায় ঘাঘড়া দ.পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার, ধানশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল, ব্র্যাক জেন্ডার জাস্টিস ও ডায়ভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বী, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, সমাজ সেবা অফিসার সানজা হোসাইন সানী, অফিসার সেলপ হোসনে আরা পারভীনসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।