লেখক-মোহাম্মদ উল্লাহ মাহমুদী
ফ্যাসিস্ট হাসিনা, মুখোশে ভয়,
গণভবনের গর্ভে গিলে ফেলে বই।
স্বাধীনতা নয়, তার চোখে শঙ্কা,
কণ্ঠরোধে গড়ে সে মৃত্যুর টঙ্কা।
শব্দের ওপর চলে লাঠি,
সত্যের পাশে দাঁড়ালেই ঘটবে গাঁথি।
রাতের আঁধারে তুলে নিয়ে যায়,
জুলাই তখন আগুন ছড়ায়।
চেতনায় জ্বলে শহীদের নাম,
দমবন্ধ দেশে বাঁচে না দাম।
কৃষকের মুখে অভিশাপ জেগে,
শ্রমিকের ঘামে বিদ্রোহ রবে।
এই দেশের মাটি চুপ করে না,
রক্তে জাগে আবার চেতনা।
কলম হয় তলোয়ার হাতে,
আন্দোলন ফেটে পড়ে প্রাতে।
হাসিনা শোন, ইতিহাস জেগে ওঠে,
দেখে জনতার বজ্রকণ্ঠে।
শপথ আজ আবার লেখা,
তোকে হবে বিদায় দেখা।