“প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জামালপুর পৌর ভূমি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতাল আয়োজিত ৫ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন খামার মালিক সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ ২৫টি স্টলে খামারিদের প্রদর্শিত পশু পাখি পরিদর্শন এবং বাছাইকৃত খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।