সুমনের পাঠানো তথ্যচিত্রে....
শুভ শুভ শুভদিন আজ আপনার জন্মদিন,শুভ হোক পথচলা,অটুট হোক কথাবলা,শুভ হোক আপনার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,শুভ জন্মদিন।আকাশে অনেক তারা চাদ দিচ্ছে আলো,জন্মদিনের মতন আপনি,সদাই থেকো ভালো শুভ জন্মদিন।সমুদ্রের গভির থেকে নয়,নিলীমার নীল থেকে নয়, সাগরের জল থেকে নয়,অন্তরের গভীর থেকে বলছি শুভ জন্মদিন।সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে ১০ নং হবির বাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জনাব মোঃ জহিরুল ইসলাম সুজন ভাইয়ের শুভ জন্মদিন, আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে সে আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী,বন্ধু বান্ধব, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন,বিশেষ করে জহিরুল ইসলাম সুজন ভাই বেশ কিছুদিন যাবৎ হার্টের সমস্যার কারণে অসুস্থ ছিলেন, তাই তার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তার আপন ছোট ভাই রোমান আহমেদ সবার কাছে তার জন্য দোয়া চান, আজকের এই জন্মদিনের অনুষ্ঠান যারা আয়োজন করেছে তারা সবাই জহিরুল ইসলাম সুজন ভাইয়ের খুব কাছের এবং আত্মার সম্পর্কের সব ছোট ভাইয়েরা, তাদের মধ্যে যেমন রয়েছে, মানিক ভাই, সুমন ভাই, মোস্তফা কামাল বড় ভাই,মোরশেদ ভাই, রূপক ভাই, মস্ত ভাই, তনয়, মিজান, রতন দাদা, কাশেম ভাই, সাইফুল ভাই, সুমন,আরো অনেকেই,জহিরুল ইসলাম সুজন ভাই সবার জন্যই স্বয়ং সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন এবং তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে, আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে মোমবাতি জালিয়ে কেক কাটা হয়, কেক কাটা পর্ব শেষ হওয়ার পরেই, সবাই মিলে মিষ্টি খাওয়া ও সামান্য একটু আলোচনা করা হয়, আলোচনার মূল বিষয়বস্তু ছিল সৎ পথে চলা দেশ ও জাতির জন্য কাজ করা,,,,