দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজনে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ১৭ ও ১৮ই মার্চ দুর্গাপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে দুর্গাপুরে বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক,আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় মাদ্রাসা শিক্ষক মো: ইব্রাহিম হাসান বলেন,দুর্গাপুরের মাটিতে বড় পরিসরে এবারই প্রথম এমন আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি যুগান্তকারী একটি কাজ হবে।
অপর মাদ্রাসা শিক্ষক মো: সাদেকুল্লাহ বলেন,এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে ছাত্রদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করছি আমরা। পবিত্র মাহে রমজানে এমন আয়োজনের সার্বিক সফলতা কামনা করি।
মাদ্রাসা শিক্ষার্থী মো: এনায়েত উল্লাহ বলেন, হামদ নাত ও আজান প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি। খুব ভালো লাগছে। প্রথমবারের মতো এমন প্রতিযোগিতা।