আকাশ দাশ সৈকত
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ পেলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। চোটের কারণে মাঠের বাইরে দলটির অন্যতম সেরা ব্যাটার ডেভিড মিলার। তবে চোট কতটা গুরুতর এবং কয়দিনের জন্য এই ক্রিকেটারকে মাঠের বাইরে থাকতে হবে সেই বিষয়ে এখনো কোন তথ্য জানায়নি ক্রিকেট আফ্রিকা। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা দল যেন এক একটা গোটা হাসপাতালে পরিণিত। চোট নিয়ে একের পর এক দুঃসংবাদ আসছে দলটির শিবিরে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ ২০ ক্রিকেটে খেলতে নেমে মাঠের বাইরে দলটির একাধিক তারকা ক্রিকেটার। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফেরার কথা থাকলেও সেই চোটে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন দলটির তারকা পেসার এনরিখ নরকিয়া। চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে এখনো মাঠে নামেনি লুঙ্গি এনগিডি। তবে এইবার দলটির শিবির নতুন তথ্য চোটে পড়েছেন টপ অর্ডার ব্যাটার ডেভিড মিলার। এসএ ২০ এর দল পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কাভারে ফিল্ডিং করছিলেন তিনি। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তার চোট কতটা গুরুতর, তা এখনও দলের তরফে জানানো হয়নি। উল্লেখ্য আগামী মাস থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। যেখানে গ্রুপ বি তে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া । গ্রুপের প্রথম ম্যাচে আগামী ২১শে ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।