চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সঠিক তথ্যে ভোটার হব, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান ও সঞ্চালনায় জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- চৌহালী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল বাতেন, পরিবার পরিকল্পনা অফিসার মো. গিয়াস উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এম এম মোবারক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোছাঃ দিলনাজ স্বপ্না ও থানার এসআই আবুল হোসেন প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষে চৌহালী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এসে শেষ হয়।