আকাশ দাশ সৈকত
আর মাত্র কিছুদিন পর শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর তবে তার আগেই দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোটে পড়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই যদি চোটে পড়া ক্রিকেটারদের নিয়ে একটা একাদশ তৈরি করা হয় তাহলে মোটেও মন্দ হবে না সেই দলটা। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স পেসার জশ হ্যাজলউড কিংবা অলরাউন্ডার মিচেল মার্শ ছিটকে গিয়েছেন আগেই। স্বাগতিক পাকিস্তানের তরুণ ওপেনার সিয়াম আইয়ুব তো ছিটকে গেছেন অনেকদিন হলো। তাছাড়া চোট থেকে ফিরলেও আবার চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নরকিয়া । এইদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে শঙ্কায় থাকা ক্রিকেটারও কম নেই জাসপ্রিত বুমরাহ কিংবা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সাথে নতুন নাম নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আইএল টি-টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলছিলেন ফার্গুসন। সেখানে বল করতে গিয়ে তার চোট লাগে। চোট কতটা গুরুতর তা দেখার জন্য স্ক্যান করা হয়। সেই রিপোর্ট পাওয়ার পরেও নিশ্চিত হচ্ছে না কিছুই। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড ফারগুসনের ইনজুরি পরিস্থিতি নিয়ে জানান, ‘ফার্গুসনের চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এসেছে আমাদের কাছে। দলের চিকিৎসকেরা কী বলেন সেটার অপেক্ষায় আছি। মনে হচ্ছে খুব বড় চোট নয়। তবে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফার্গুসনকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে কি না।’