হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ট্রলির নিচে পড়ে ট্রলির ড্রাইভারের মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার রাজার ভিটা এলাকায়, নজরুল ইসলাম (৪০) নামে একজন ট্রলির ড্রাইভার ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা যায়, নজরুল ইসলাম নামে সেই ড্রাইভার দীর্ঘদিন ধরে, রাজারভিটার মিঠু মিয়ার ছয় চাকার ট্রলিতে চালক হিসেবে কাজ করে আসছিলেন। আজ বেলা ১২:৩০ মিনিটে রাজার ভিটা জোলার মোড়ের পাশে, বাঁধের রাস্তায় মাটির ট্রিপ নামিয়ে দিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে হঠাৎ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার সাথে সাথেই তাকে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। নিহত ড্রাইভার উপজেলার বালাবাড়ি ফকিরের কুটি গ্রামের মরহুম ভোলা মাহমুদের ছেলে ছিলেন। এলাকাবাসী সুত্রে আরও জানা যায় মিঠু মিয়ার ঐ ট্রলিতে ৫/৬ দিন আগে ওই ট্রলির শ্রমিক মোঃ এরশাদুল হক ও দুর্ঘটনায় প্রাণ হারায়। ঘটনার শোক কাটতে না কাটতেই আজ আবারও দুর্ঘটনা ঘটে গেল। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক এবং ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে এই গাড়ি কে নিয়ে।