আকাশ দাশ সৈকত
ইঞ্জুরির কারণে ঢাকা এবং সিলেট পর্ব মিস করলেও চট্টগ্রাম পর্বে ফিরতে যাচ্ছেন রংপুর রাইডার্সের তারকা ব্যাটার সৌম্য সরকার। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েন বাংলাদেশি ওপেনার ব্যাটার সৌম্য সরকার। এরপর সেই চোটের কারণে খেলতে পারেনি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচও । এছাড়া ঘরের মাঠে অনুষ্ঠিত ঢাকায় বিপিএলের প্রথম অংশও মিস করেন তিনি। ধারণা করা গিয়েছিলো সিলেট পর্বে ফিরতে পারেন এই হার্ডহিটার ব্যাটার । তবে চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় সিলেটেও খেলা হয়নি তার। কিন্তু এইবার চট্টগ্রামে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে তাকে। আজ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ । আগামী শুক্রবার চট্টগ্রাম কিংসের হয়ে মাঠে নামবেন সৌম্য । ধারণা করা হচ্ছে সেই ম্যাচে রংপুরের একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। বিপিএলে বর্তমানে দারুণ ছন্দে আছে সৌম্যের দল রংপুর রাইডার্স। এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে সবকটিতেই জিতে বসুন্ধরার মালিকানাধীন দলটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে।