মোঃ আব্দুর রহিম (সোহেল): দাউ দাউ করে জ্বলছে আগুন পুরছে টিনের সিটের ঘর ফুড়ে ছাই হয়েছে জেলের পরিবার স্বল্প আইয়ের মানুষগুলো স্বপ্ন। স্থানীয়রা জানান সোমবার বেলা ১টা আগুন লাগার ঘটনা ঘটে বৈদ্যুতিক কুটির উপর নারকেল গাছের ডাল পড়ে স্পোক হয়ে আগুন লেগে যায় সেই মুহূর্তে চড়ে পড়ে য়ায় টিনের চিটের ঘরগুলোতে জ্বলে পুড়ে ছাই হইয়া যাই ভিতরে থাকা আসবার পত্র গুলো আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ভবনগুলো তো খবর পেয়ে ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট কাজ শুরু করেন পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়ে মোট ৯টি ইউনিটের চেষ্টাই ১ ঘন্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে পুড়ে ছাই হয়েছে ১১০ টি ফ্যামিলি