সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজঃ পড়ছে গরম বাড়ছে তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহে অসুস্থ হওয়ার আশংকা বাড়ে।আর সবকিছু বিবেচনা করে আরও ৭দিন বন্ধ বাড়ানো হয়েছে। আজ ২০শে এপ্রিল শনিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে ২১তারিখ রবিবার থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আরও ৭দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা। ২৮তারিখ খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রচন্ড তাপপ্রবাহের কারণে পৌঁছানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ। এছাড়াও জানা গেছে, এপ্রিলের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। আর এই সপ্তাহখানেক ৭দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।