সংবাদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে মোমবাতি প্রজ্বলন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, বিপিএম-সেবা এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া। এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এ মোমবাতি প্রজ্বলন করেছি। তাঁরা আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।