মোঃ জামাল হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি
ঈদের আগে গণমাধ্যম কর্মীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিষদের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এই দাবি জানানো হয়। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী সভাপতিত্ব ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ সহ সভাপতি ওবায়দুর রহমান আরও অন্যান্য নেতা কর্মীরা বক্তব্য দেন। যাওয়ায় গভীর উদ্যোগ প্রকাশ এবং সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সভায় সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, আমার দেশ, দিনকাল, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন ,ইসলামিক টেলিভিশন সহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানানো হয়