নিজস্ব প্রতিনিধি
ফিরোজ একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন ড.রেজওয়ান সিদ্দিকী। সাংবাদিকতার সব অঙ্গনে তার বিচরণ ছিল অনন্য। তিনি ১৯৭২ সালে ছাত্র অবস্থায় দৈনিক বাংলার প্রুফ রিডার হয়ে সাংবাদিকতা পেশায় নিযুক্ত হন।এরপর সিনিয়র সহকারী সম্পাদক, সাহিত্য সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।পরবর্তী দৈনিক বাংলা বন্ধ হয়ে গেলে তিনি দৈনিক দিনকালের বার্তা সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিশু সাহিত্য, কবিতা এবং প্রবন্ধ লেখক ছিলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের পদে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। দৈনিক দিনকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার সোহরাব হোসেনের সভাপতিত্বে খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু,সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম ;বিএফইউজের সাবেক সিনিয়র সহসভাপতি এবং এনটিভি খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব, শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল,বিএনপি নেতা হুমায়ুন কবির বাবুল,সাংবাদিক খলিলুর রহমান সুমন, ফকির শহিদুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মাহফিলের মাধ্যমে দোয়া শেষ হয়।