সংবাদদাতা: জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্রগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলায় কোদালা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি কাউছার নূর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছরোয়ার ছালেক সিকদার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী। শিক্ষক কেএম কুতুবুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবুল হাশেম সওদাগর, পদুয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক দীপন কান্তি ধর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মো. ইছহাক সওদাগর, এম এ তাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ পাল, সমাজসেবক সাধন দত্ত, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য মো. ফজল করিম, মো. ইদ্রিছ আলম, আবু হায়দার খান, আবু জাফর, শিক্ষক তপন কান্তি দেব, আনম ফখরুল ইসলাম, অর্পন বড়ুয়া, প্রমুখ। শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।