এনামুল হাসান শরীফ ( ব্রাহ্মণবাড়িয়া, পৌরসভা প্রতিনিধি)
কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কোরআর প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করলেন বাংলাদেশের গর্ব হাফেজ মুশফিকুর রহমান। এই গর্বময় বালকের জন্মস্থান কক্সবাজার জেলায় অবস্থিত।হাফেজ মুশফিকুর রহমান হলেন মা-বাবার আদরের দোলা।
তিনি হলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শায়েখ কারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সবার স্বশরীরে কাতারে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে অংশগ্রহণে সুযোগ পান। তাদের মধ্য থেকে হাফেজ মুশফিকুর রহমানও অংশগ্রহণ করেন এবং সারাবিশ্বের মাঝে আবারো ১ম স্হান অর্জন করে লাল সবুজের পতাকাকে উড্ডয়ন করে বিজয়ের মালা পরিধান করেন।