সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রাজনগর ও আলমপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগর এলাকায় সরকারী আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশসহ সংশ্লিষ্ট লোকজন। এসময় উল্লেখিত দুই গ্রামের দুইজনকেই ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলো, রিশাদ আলম চৌধুরী (২১) ও তৌহিদ আলম (৩৪)। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন দুটি মামলায় দুজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।