মোঃ আবদুর রহিম (সোহেল): কর্ণফুলী সোসাইটি কর্তৃক আয়োজিত বাংলা বর্ষবরণ, বৈশাখী মেলা, সাম্পান বাইচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ণফুলী সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এম.পি। উদ্বোধক চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দীন, দক্ষিণ জেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইঞ্জি. ইসলাম আহমেদ, সিএমপি উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত,জেলা আওয়ামী লীগ সদস্য ডাঃ নাছির উদ্দীন মাহমুদ, সালাউদ্দিন সাকিব, আনোয়ারা উপজেলা আঃ লীগ সাবেক সভাপতি কাজী মোজাম্মেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাশ রাহুল, কর্ণফুলী উপজেলা ভূমি অফিসার পীযুস বড়ুয়া, চরলক্ষ্যা ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা আঃ লীগ সহ-সভাপতি এস. এম ছালেহ, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল হক, উপজেলা আঃ লীগ সদস্য মহিউদ্দিন মাইজভান্ডারী, আওয়ামী লীগ নেতা জকির আহমদ, বাহাঁদুর খান, এম. সাইফুদ্দিন, মোঃ নুরুল হক চৌধুরী, আরিফ হোসেন, ইমতিয়াজ উদ্দিন, জাবেদ উদ্দীন চৌধুরী, ইয়াছিন আরাফাত, কর্ণফুলী সোসাইটির সভাপতি মোঃ আজম, সেক্রেটারী নাজিম উদ্দীন, ইলিয়াছ, মাহবুব সহ প্রমুখ।