ভাষা শহীদদের স্মরণে
কবি: মোহাম্মদ রাসেল
বায়ান্ন এর ভাষা আন্দোলনে দিয়েছেন যারা তাজা প্রাণ
জীবন দিয়ে রাখবো মোরা তাদের দেওয়া রক্তের মান।
রক্তে কেনা ভাষার অপমান মোরা সইবো না এই বাংলাই
ভাষার জন্য দিয়েছেন তাজা রক্ত সালাম জব্বার রফিক ভাই।
মাতৃভূমির সাহসীদের আত্মত্যাগের ঋণ ভুলবো না এই বাংলায় কোনো দিন
বাংলা আমার গর্ব, বাংলা আমার অহংকার, বাংলায় আমি কথা বলি বাংলা আমার প্রাণ।
বিনদেশীদের মুখে শুনেছি কতশত ভাষা
সব ভাষার উর্ধ্বে শ্রদ্ধায় বাংলায় খাসা
রক্তে রাঙানো সেই একুশে ফেব্রুয়ারি
শত বছর পেরুলে ও কী ভুলিতে পারি।