জনপ্রিয়

কবিতাঃ বিশ্ব দৃশ্য

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

বিশ্ব দৃশ্য

লেখক-এস এম রবিউল ইসলাম (রবি)

প্রযুক্তির প্রবলে হাতের মুঠোয় বিশ্ব,

নিমিশেই অপলক অজানা দৃশ্য।

গুগলের গোলযোগে সারিসারি আঁকা,

বললেই ঘুরেফিরে দেয় যে দেখা।

ক্ষণেক্ষণে আপলোড বিশ্বের চাকা,

প্রবল বৈশ্বিক কলামে লেখা।

মুক্তি যুক্তি মিথ্যার রোষানল,

হচ্ছে ছড়াছড়ি, যেন এক মহা কল।

অস্ত্রের ঝনঝন, কোলাহল স্তব্ধ,

প্রযুক্তির প্রবলে উড়ে যাবে বিশ্ব।

অডিও ভিডিও চলছে সাড়াসম,

কেহ হাসে কেহ কাদে অবিরাম সর্বক্ষণ।

প্রযুক্তির উন্নয়ন যোগফল বিশ্ব,

সর্বসম দেখছি বিশ্বগ্রামের দৃশ্য।