সংবাদ সংগ্রাহক: ফাহমিদা ফিরোজ
রাবি. শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে গত বছরের তুলনায় দেশের মধ্যে আরও একধাপ এবং বৈশ্বিক র্যাংকিংয়ের ২৪৩ ধাপ পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এবার দেশসেরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবির অবস্থান তৃতীয় এবং বৈশ্বিক র্যাংকিংয়ের অবস্থান ১৪৩৫। গত বছরে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় সংস্করণের দুটিতেই র্যাংকিংয়ে দেশের মধ্যে রাবির অবস্থান ছিল দ্বিতীয়। এ-ই নতুন বছরের ২০২৪ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ বুধবার বিকালে প্রথম সংস্করণের বিশ্ববিদ্যালয় র্যাংকিং (জানুয়ারি) প্রকাশ করে ওয়েবমেট্রিক্স।বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯১ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য রয়েছে এতে। ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের ন্যায় এবারও দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে আন্তর্জাতিক র্যাংকিংয়ে পিছিয়েছে ঢাবি। এবার প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ১ হাজার ১৪৫, যা গত বছরের দ্বিতীয় সংস্করণে ছিল ১ হাজার ৫১। এদিকে দেশের মধ্যে গত বছরের তৃতীয় অবস্থান থেকে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার বিশ্ব র্যাংকিং ১ হাজার ৪১০তম। গত বছরের দ্বিতীয় সংস্করণে বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ছিল ১৪২১। বৈশ্বিক র্যাংকিংয়ের ১১ধাপ এগিয়েছে বুয়েট। অন্যদিকে দেশীয় র্যাংকিংয়ে গত বছরের অবস্থান ধরে রাখতে না পেরে দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয়ে চলে গেছে রাবি, যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪৩৫তম।গত বছরের দুই সংস্করণে রাবির অবস্থান ছিল ১১৯২ ও ১২১০। গত বছরের দ্বিতীয় সংস্করণের তুলনায় এবার ২৪৩ ধাপ পিছিয়েছে রাবি। তালিকায় দেশসেরা শীর্ষ ১১ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সিলেটের শাহজালাল (বিশ্ব র্যাংকিং ১৪৩৭),নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (১৭৫৩), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২০৪৫), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০৪৫), ব্রাক বিশ্ববিদ্যালয় (২১৬৪), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (২২৯৯), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২৩৫১) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় (২৪৬১)। র্যাংকিংয়ে রাবির অবনতির বিষয়ে প্রতিষ্ঠানটির অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো.আজিজুল রহমান বলেন, ওয়েবমেট্রিক্স, সিমাগো, এডু র্যাংকসহ কিছু র্যাংকিং প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো তথ্য পাঠাতে হয় না।তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য নিয়ে তাদের নিয়ে নিজেদের সিস্টেমে অ্যানালাইসিস করে র্যাংকিং তৈরি করে। কিউএস ও টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তথ্য পাঠাতে হয়। ওয়েবমেট্রিক্সের মেথোডোলজি খুব একটা পরিষ্কার না।তাই কেন উন্নতি বা অবনতি হলো,সে বিষয়ে মন্তব্য করা কঠিন। আমাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। প্রসঙ্গত,র্যাংকিং প্রণয়নে প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসাঙ্গিকতাসহ সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে স্পেনের মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।২০০৪সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকেন।