আকাশ দাশ সৈকত
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। আজ ৫ মার্চ (বুধবার) রাতে নিজের অফিসিয়াল ফেজবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক।
দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের পথচলা! ২০০৬ সালে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের পর বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে হয়ে গিয়েছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ । তবে সম্প্রতি সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না এই উইকেটরক্ষকের । ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিলেন নিজের ছায়া হয়ে । এরপর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খুব একটা ভালো করতে পারেনি এই অভিজ্ঞ ব্যাটার । তাইতো এইবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি । ফলে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি মুশফিকের শেষ ওয়ানডে হয়ে রইলো।
নিজের ফেসবুক পেজে অবসরের বার্তা দিয়ে মুশফিক লেখেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত। তবে, একটি ব্যাপার নিশ্চিত। যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিজের শতভাগের চেয়ে বেশি উজাড় করে দিয়েছি। গত কয়েকটি সপ্তাহ আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি অনুধাবন করেছি, এটাই আমার নিয়তি। আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থক যাদের জন্য গত ১৯ বছর ধরে খেলেছি, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই।’
একদিনের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড় এবং ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭ হাজার ৭৯৫ রান। স্ট্যাম্পিং ও ক্যাচ মিলিয়ে ডিসমিসাল করেছেন ২৯৯টি।