আকাশ দাশ সৈকত
আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত দলে ফিরেছেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত ।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের পরবর্তী আসর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এইবারের টুর্নামেন্ট আয়োজন হবে টি-টোয়েন্টি সংস্করণে। এইদিকে টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এতোদিন সিরিজের সময়সূচি নিশ্চিত না হলেও আজ সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে আসন্ন এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের একটি প্রাথমিক দল ও ঘোষণা করেছে তারা।
সর্বশেষ দুই সিরিজে বাংলাদেশ দলের সাথে ছিলেন না ওপেনার সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। তবে আসন্ন এশিয়াকাপের প্রাথমিক দলে ফিরেছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। সঙ্গে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং তরুণ গতিতারকা নাহিদ রানাও। তাছাড়া শ্রীলঙ্কা সিরিজের সবাই আছে বিসিবির ঘোষিত প্রাথমিক দলে।
একনজরে এশিয়াকাপের প্রাথমিক দলঃ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।