এনায়েতপুর প্রতিনিধি
সিরাজগঞ্জ চৌহালী এনায়েতপুরে প্রতি বছরের ন্যায় এ বছরও এক মহা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে অত্র এলাকার নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
(৩ ফেব্রুয়ারী) শনিবার সকাল ৯ ঘটিকা হতে এ অনুষ্ঠান শুরু হয়।
এসময় সভাপতিত্ব করেন মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব অধ্যাপক ডাঃ হোসেন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ আহসান উল্লাহ হাবিব, চৌহালী উপজেলার চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের মিয়া, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাফেজ সিরাজুল ইসলাম, বসন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ওয়াদুদ, মোঃ মজিবুর রহমান সহকারী শিক্ষক শরীরচর্চা প্রমুখ।
ক্রীয়া পরিচালনা করেন, অত্র বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান বি,এ,বি,পি,এড।
ক্রিয়া পরিচালনা পরিষদ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন, এম,এ হায়দার হোসেন, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র স্কুল, অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার আলী ও প্রফেসর ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ মোনায়েম খান, মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক ম্যানেজিং কমিটি।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, শহীদ স্মরণে ৫০ জন কৃতি ছাত্রীকে এককালীন আর্থিক বৃত্তি প্রধান,এবং ২০২৪ ইং শিক্ষাবর্ষের ৯ম হতে ১০ম শ্রেণী পর্যন্ত ( মেধাক্রম ১ হতে ৩) মোট ৬ জন ২০২৩ ইং এস. এস. সি পরীক্ষার জি.পি.এ ৫.০০ প্রাপ্ত ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা সহ ক্রেস্ট প্রদান করা হয়।