জনপ্রিয়

এগিয়ে আসুন প্রবাসী মোহাম্মদ হাসান ফরায়েজীর জীবন বাঁচাতে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

সনামধন্য ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পাঠানগড়ের মধ্যম পাড়ার আবদুল লতিফের ছেলে মোহাম্মদ হাসান ফরায়েজী। তার বয়স মাত্র ৩৪ বছর। তিনি কিছু বছর ধরে সৌদি আরবে চাকরিগত অবস্থায় ছিলেন। কিন্তু একটি মানবিক পোস্টের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে যে তিনি বেশ কিছুদিন বলতে এই চলতি ফেব্রুয়ারি মাসের ০১তারিখ থেকে অসুস্থ হয়ে সৌদি আরব মক্কার আল নূর হাসপাতালে ভর্তি হন। ঘটনাস্থলে জানা গেছে যে, তার খাদ্য নালীর মধ্যে একে একে অনেক গুলো ছিদ্র ধরা পড়ে।একই স্থানে তিনবার করে অপারেশন করা হয়েছে। এখন এই হাসপাতালের খরচ বাংলায় প্রায় ২৫লক্ষ টাকা প্রয়োজন। ভাইটির পক্ষে এতো টাকা বহন করা সম্ভব হচ্ছে না। আর তাই তার পরিবার দেশ-বিদেশের সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করতেছে। খোঁজ নিয়ে জানা যায় যে,তিনি একটি মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা।তিনি অনেক অসহায় মানুষের সেবায় কাজ করেছেন।কিন্তু এখন তিনি এবং তার পরিবার অসহায় হয়ে সাহায্য চাচ্ছে দেশবাসীর কাছে। মোহাম্মদ হাসান ফরায়েজীর একটি ছোট একবছরের বাচ্চাও আছে। তাই যে যা পারেন এই প্রবাসীর ভাইয়ের বিপদের দিনে পাশে দাঁড়ান।আপনাদের একটু সদয় সহানুভূতি ফিরিয়ে দিতে পারে পাকস্থলী এবং খাদ্য নালী। বিকাশ নাম্বার পারসোনাল -০১৮২৮০৭২৬২৫।

  • এগিয়ে আসুন প্রবাসী মোহাম্মদ হাসান ফরায়েজীর জীবন বাঁচাতে