জনপ্রিয়

ঋতুর রাজা বসন্ত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago
মোহাম্মদ রাসেল

মোহাম্মদ রাসেল

ঋতুর রাজা বসন্ত ফুলে ফলে ফুটন্ত

সকলের মনে দোলা দেয় বসন্ত ঋতুর আমত্ত।

ছয় ঋতুর বাংলাদেশ চির রঙিন পরিবেশ

বাংলা প্রধান ঋতুর মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ,

হেমন্ত, শীতের পরেই শোভা পেল প্রবল সৌন্দর্যের বসন্ত।

কৃষ্ণচূড়ার গন্ধে মন মাতানো ছন্দে

মধুর সুরে কোকিল ডাকে কুহু কুহু আনন্দে।

পাতা ঝরা গাছ গুলোতে নতুন পাতা জন্মে

সাংস্কৃতিতে মত্ত থাকে বসন্ত ঋতুর মর্মে।।

  • ঋতুর রাজা বসন্ত