মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া ঐতিহ্যবাহী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রেজাল্ট আজ সকাল ১২ঃ০০ ঘটিকায় প্রকাশ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মমিন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ মুসলিম উদ্দিন ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী। এতে প্রথম স্থান অর্জন করেন,মোসাম্মৎ নুসরাত জাহান বৃষ্টি, দ্বিতীয় স্থান ফারিয়া নুসরাত জেরিন, তৃতীয় স্থান মাবিয়া ইসরাত, এবং ছেলেদের মধ্যে প্রথম হয়েছে আব্দুস সবুর, তানজির মোর্শেদ,। পরিশেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, আমাদের প্রতিষ্ঠান মেধার মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।