মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার দুটি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে । এই রাস্তা দুটি সংস্কার হলে জনগণের আর কোন ভোগান্তি পোহাতে হবে না বলে জানান পৌরবাসী। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। মঙ্গলবারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত উল্লাপাড়া পৌরসভার মেয়র আবু সালেহ মোহাম্মাদ হাসনাত এই রাস্তা দুটির সংস্কার কাজে উৎপাদন করেন।
রাস্তা দুটি হলো পৌরসভার ঝিকিরা মহল্লা থেকে বিজ্ঞান মোর ৪৫০মিটার এবং উল্লাপাড়া পৌর ঈদগা মাঠ থেকে কবরস্থানের হাফিজা মাদ্রাসা পর্যন্ত ৬০৫ মিটার রাস্তা এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় রাস্তা দুটি সংস্কার কাজ বাস্তবায়ন করবে মিম এন্টারপ্রাইজ
উদ্বোধনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন, উল্লাপাড়া পৌর সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী শামিউল কবির, উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম, মিম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির নেতা শাহীন রেজা মুনসি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।