মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন কতৃক পরিচালিত ও উপজেলা চত্বরে অবস্থিত । উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলে অভিভাবক সমাবেশ ও ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। ও স্কুলের সভাপতি আবু সালেহ মহাম্মাদ হাসনাত এর সভাপতিত্বে এ অনুষ্ঠানটি হয়।
স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, স্কুল কমিটির অভিভাবক সদস্য আব্দুল মালেক, অভিভাবক হাবিবুর রহমান পার্থ কুণ্ড সহ প্রমুখ।
প্রত্যেক শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি। স্কুলের বার্ষিক পরীক্ষার সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে শিক্ষার্থী মেহেজাবিন জান্নাত। এবং উপজেলা পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া ইসলামকে ও পুরস্কৃত করা হয়।
এছাড়া অনুষ্ঠানের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।