মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শেষ হলো মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার ঝিকিড়া শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে এ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও ভাইস চেয়ারম্যান হিন্দু কল্যাণ ট্রাস্ট এর তপন চন্দ্র মজুমদার, সাবেক যুগ্ম সচিব ও মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও প্রেসিডেন্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্ট,সাবেক ডিআইজি ও সভাপতি সিদ্ধেশ্বরী কালীমন্দির পূজা উদযাপন পরিষদ নিবাস চন্দ্র মাঝি, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বাবু সুব্রত চৌধুরীসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।