উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বিজ্ঞান কলেজ মোড় দিয়ে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উল্লাপাড়া প্রতিনিধি রিফাত হাসান, মাসুম আনান, আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।