মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তমপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিও আলোচনা সভার সমাবেশ করা হয়েছে। রবিবার (২৭ শে অক্টোবর) বিকেলে উল্লাপাড়া উপজেলা পৌর উন্মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলার সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহিন রেজা। আরো বক্তব্য রাখেন উল্লাপাড়া ও সলঙ্গা আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি'র দলীয় সাবেক এমপি এম আকবর আলী।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র মোহাম্মদ বেলাল হোসেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি আব্দুর রাজ্জাক সন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক যেন আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সাধারণ মানুষর আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে।