জনপ্রিয়

উল্লাপাড়ায় ভুয়া ডিজিএফআই গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 13 hours ago

মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় মহবুব আলম রায়হান (৩০) নামেএকজন ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে আটক করেছে উল্লাপাড়া ক্যাম্পের সেনাবাহিনী। মাহবুব আলম রায়হান জয়পুরহাট জেলার আক্কেলপুর এর নুরুল ইসলামের ছেলে। তাকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সেনাক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। এবং সাথে সাথে সেনাবাহিনীর সদস্যরা রায়হানকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক, মোকলেছুর রহমানের জানান, রায়হান ঘটনার সময় উল্লাপাড়া রেলওয়ে ষ্টেশনে অবস্থিত সেনা ক্যাম্পে নিজেকে ডিজিএফআই কর্মকতা পরিচয় দিয়ে প্রবেশ করে।

কিন্তু তার কথাবার্তায় সেনা সদস্যদের সন্দেহ হয়।তাকে জিজ্ঞেসাবাদ করা হলে সে নিজেে ভুয়া ডিজিএফআই কর্মকতা পরিচয় দিয়েছে বলে স্বীকার করেলে। সেনা সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। তারপরে তাকে সিরাজগঞ্জ আদালতে র মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

  • উল্লাপাড়ায় এক জন ভুয়া ডিজিএফআই গ্রেফতার