উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাম পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কয়ড়া বাজার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহিন রেজা মুন্সী, কয়ড়া,ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ বকুল হোসেন, মোঃ আজাহার আলী, মোহাম্মদ আরিফ হোসেন, খাজা মইনুদ্দিন সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস শেখ হাসিনা সরকারের মদদপুষ্ট আ'লীগ সমর্থিত শিক্ষক কি করে এখনো কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখল করে বসে আছে। আমরা এই চেয়ারে ফ্যাসিসদের কোন দোসরকে দেখতে চাই না। অনতিবিলম্বে এই ফ্যাসিস অধ্যক্ষের পদত্যাগের জোর দাবি জানাচ্ছি। নইলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।