সোহাগ চন্দ্র রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি ৮'শ গ্রাম গাঁজা নিয়ে তিস্তা নদ পারি দেওয়ার সময় আব্দুল লতিফ মিয়া (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। লতিফ মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মজিদুল ইসলামের পুত্র। জানা গেছে, রবিবার দুপুরে বজরা ইউনিয়নের বজরা নৌকা ঘাট দিয়ে তিস্তা নদ পারি দিয়ে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে চর সাতালস্কর থেকে মাদক কারবারি আব্দুল লতিফ মিয়াকে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগের ভিতরে লাল প্লাস্টিক ও সাদা কসটেপ দ্বারা মোড়ানো একটি পোটলা থেকে ৩ কেজি ৮'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (১৮ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।