জাওয়ান উদ্দিনঃ নবগঠিত ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্বা নিবদেন পুষ্পম্যাল্য অর্পন করা হয়। গত কাল সকাল ঈদগাঁও পাবলিক লাইব্রেরী পাঙ্গনে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ইরফানুল করিম ও সাধারণ সম্পাদক তানবির মোহাম্মদ তামিমের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্বা নিবদেন পুষ্পম্যাল্য অর্পন নবগঠিত ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের একঝাঁক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আনাছুল হক, সাজ্জাদ হিরু,যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান আসিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্দ ইব্রাহিম, মেহেদী হাসান স্বপ্নীল, সিফাত মাহমুদ শাহরিয়া,আসিফুল হাসান,জুবাইরুল ইসলাম,আয়ান সায়েম জিহাদ সহ আরো