জনপ্রিয়

ঈদ উপলক্ষে ফেনী বাজারে দাম বেড়েছে মাছ, মাংসের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদ দাতা :ফাহমিদা ফিরোজ

রমজান মাস শেষ হয়ে এলো। আর তাই সবাই ব্যাস্ত হয়ে উঠেছে মাছ,মাংস কিনতে। কিন্তু এই বছরের ঈদ উপলক্ষে ফেনী বাজারে মাছ, মাংসের দাম বেড়েছে দ্বিগুণ। সপ্তাহ ব্যাবধানে প্রতিকেজি ৩০-৪০ টাকা বেড়েছে।ব্রয়লার মুরগীর দাম গত কয়েক দিনের তুলনায় বিক্রি হচ্ছে বাড়তি দামে। দাম বেড়েছে গরুর মাংসেরও। প্রতি কেজিতে ৩০-৫০ টাকা।সাগরের মাছের দাম ১৫-২০ টাকা বেড়েছে। দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে ফেনী রেলগেইট বাজারের এক ব্যাবসায়ী জানান ঈদ উপলক্ষে বাজারে আগের তুলনায় বেড়েছে সরবরাহ। আর এই সরবরাহের তুলনায় খামারিরা মাছ মাংসের দাম বাড়িয়ে বাজারে ছাড়ছেন।যার কারণে দ্বিগুণ দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে এক ক্রেতা জানান যে মুরগী আগে কম দামে কিনেছি কিন্তু সে মুরগী বর্তমানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। যার কারণে প্রয়োজন ফেনীর বাজারে প্রশাসনের নজর দারি করা।