বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাঁও উপজেলা শাখার কমিটির অনুমোদন হয় আজ। আজ রাত আনুমানিক কক্সবাজার জেলা ছাত্রলীগের সাক্ষরিত প্যাডে ইরফানুল করিম কে সভাপতি ও তানবির মোহাম্মদ তামিম কে সাধারণ সম্পাদক করে ১৮ বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান। অনন্যরা হলেন, সহসভাপতি রাহুল পাল নিনিত,সাজ্জাদ হোসেন হিরু,আবুল কালাম আজাদ,আনাসুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আব্দুল্লাহ,সাদ্দাম হোসেন,তানভীর হাসান আসিফ সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মোহাম্মদ ইব্রাহিম, মেহেদী হাসান স্বপ্নীল,সায়েদ মোহাম্মদ সাদ্দাম,মোহাম্মদ হাসান,জোবাইরুল ইসলাম মুন্না,মোহাম্মদ সিফাত সাহরিয়ার,আজাদ সায়েম জিহাদ সহ আরো অনেক।