জনপ্রিয়

ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ বশির আহমাদ বিশ্ব চ্যাম্পিয়ন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা: সালাহউদ্দিন সালেহী

আলহামদুলিল্লাহ বাংলা ভাষার ভাষা দিবসে এবং বিজয়ের মাসে বাংলাদেশের বিশ্ব জয়। হবিগঞ্জের সূর্য হাফেজ বশির আহমেদ ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছে। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বেগুনায় গ্রামের আরবি প্রভাষক মাওলানা আব্দুর রাশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। সে উস্তাদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। গত দশ দিন আগে সে আলজেরিয়ার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়ছিলো। ২০২১ সালে এন টিভিতে সে প্রথম হয়েছিল। ২০২২ সালে হুফফাজুল কুরআনে প্রথম হয়েছিল। সে বর্তমানে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রধান কার্যালয় ৩০৬ উত্তর দনিয়া যাত্রাবাড়ী ঢাকায় অধ্যায়নরত।

  • ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ বশির আহমাদ বিশ্ব চ্যাম্পিয়ন