সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
আবারও অভিজান চালিয়ে গ্রেফতার হলো নুরুল আলম। মদ(হুইস্কি) সহ ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সাকিনের রাস্তা মাথা থেকে গ্রেফতার করা হয় এ-ই চলতি মাসের ৭ তারিখ সকাল ৯:২৫ মিনিটে। ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসানের দিক নির্দেশনায় অভিযান চালানো হয়েছে এমনটাই জানা যায়। সাথে ছিল সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল জনাব মো:ওয়ালী উল্লাহ এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো:হাসান ইমাম।আসামি নুরুল আলমের বয়স ৪১ বছর। পিতা হানিফ মন্দার এবং মাতা সুরমা বেগম। তদন্তে জানা যায় যে, নুরুল আলমের সঙ্গে ভারতীয় মদের বোতল ২৪টি উদ্ধার করা হয়েছে। আজ ৯ মার্চ আসামিকে ছাগলনাইয়ার আদালতে পুলিশ স্কটের মাধ্যমে সোর্পদ করা হয়েছে সকাল আনুমানিক ১০টায়।উপস্থিত ছিলো ছাগলনাইয়া থানার এসআই আক্তার হোসেন।