ফেনী সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ: বেশি ভাড়া আদায়ে ভোগান্তিতে আছে পুরো ফেনী বাসি। আজ ৫ই এপ্রিল শুক্রবার বিকেলে কিছু সিএনজি স্টেশন পরিদর্শন করে জানা যায় যে, গত ১৫ই রমজান থেকে ভাড়া বানানো হয়েছে। আলোচনা না করেই প্রতি মিনিটে যাত্রীদের থেকে ১০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। কিছু যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায় যে, সোনা গাজী থেকে ট্রাঙ্ক রোডে যে ভাড়া ৪০ টাকা ছিল কিন্তু সে ভাড়া বর্তমানে বাড়িয়ে নেওয়া হচ্ছে ৫০ টাকা করে। কেউ কেউ ৬০ টাকা করে নিচ্ছে। এনিয়ে সিএনজি চালকদের সঙ্গে কথা বলে জানা যায় যে, দ্রব্য মূল্যের দাম বাড়তি যার জন্য ভাড়া বাড়নো হয়েছে। মেয়েরের মত সম্পর্কে জানতে চায়লে তারা জানান তার এতে কোনো মতামত নেই। তিনি আমাদের কিছু জানান নি।কিন্তু ১০ টাকা করে বাড়িয়ে নেওয়া হচ্ছে যাত্রী থেকে। আর যাত্রীরাও ১০ টাকা বাড়তি দিয়ে যাতায়াত করছেন। কিন্তু ভোগান্তিতে রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা। আর অন্যদিকে কোনো আলোচনা ছাড়া বাড়তি ভাড়া আদায় চলছে ফেনীতে।