কবিতার নাম:- "আমি ভাবতে ভালোবাসি"
লেখিকা- তাহমিনা উর্মি (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
আমি আপন মনে অনেক কিছু কল্পনা করতে ভালোবাসি!
আপন মনে নিজেকে নতুন শহরে আবদ্ধ করতে ভালোবাসি!
ভাবি অনেক কিছুই!
পুরাতন সব কিছু মুছে কল্পনা করি নতুন আগামীর।
আমি ভাবতে ভালোবাসি!
আমার রাজ্য হবে আমার মনের মতো,
যেখনে মিথ্যার কোনো লেশমাত্র থাকবে না।
দুঃখ পৌছাতে পারবেনা আমার কল্পনার রাজ্যে।
আমি ভাবতে ভালোবাসি!
আমার রাজ্যে সব নিষেধের ছুটি,
থাকবেনা কোনো পরাধীনতার শিকড়,
মুক্ত খোলা আকাশের নিচে প্রতিভা দিবে উঁকিঝুঁকি।
আমি ভাবতে ভালোবাসি! আমার কল্পনার রাজ্যে শিশুরা হবে মুক্ত প্রাণ,
বইয়ের পাতাতে নয়, জীবনের গল্পে হবে মহীয়ান।
যেখানে রবে না কোনো শ্রেণির বৈষম্য,
কে বা ধনী, উঁচু-নিচু,জাত,
কিংবা কৃষ্ণাঙ্গ-শেতাঙ্গের তফাৎ।
যেখানে বহিবে শুধু একটাই মন্ত্রধনী,
সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।ৎ
আমার কল্পনার রাজ্যে নাই কোনো প্রজা,
ইছাশক্তি থাকতেই হবে একটা নিয়মই করা।
আমার কল্পনার রাজ্যে থাকবেনা কোনো সম্পদের পাহাড়,
যেখানে থাকিবে শুধু ইচ্ছাশক্তির জয়জয়কার।
তাই আমি ভাবতে ভালোবাসি।
আমার কল্পনার রাজ্যে তেই আমি খুশি।