জনপ্রিয়

“আমাদের চৌহালী” ফেসবুক গ্রুপের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুুপিং ক্যাম্প

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মোঃ শাকিল আহমেদ, চৌহালী প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” স্লোগানে আমাদের চৌহালী ফেসবুক গ্রুপের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। আজ বুধবার ২১শে ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পযন্ত চৌহালী উপজেলার মোকার ভাঙ্গা থেকে দক্ষিণে স্টিলের ভাঙ্গা ব্রীজ সংলগ্ন “আকাশনীল অনলাইন শপিংমল ও জে.আলম ব্যাটারি কোং” এর সহযোগিতায় এবং আমাদের চৌহালী ফেসবুক গ্রুপের এডমিন ডা. মো. মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় খাষপুখুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষের উপস্থিতি দেখা যায়। সাধারণ মানুষ এমন উদ্যোগে খুব‌ই আনন্দ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় প্রায় ৩’শ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এসময় আমাদের চৌহালী ফেজবুক গ্রুপের এডমিন, মডারেটর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • “আমাদের চৌহালী” ফেসবুক গ্রুপের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুুপিং ক্যাম্প