কাজী রায়হান তানভীর সৌরভ, খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবত আপন ভাই ও ভাবি দ্বারা নির্যাতিত হয়ে আসছে একজন স্কুল শিক্ষিকা। ভুক্তভোগীর ভাষ্যমতে বিগত ৪ বছর যাবৎ তিনি নিজ ভাই তাইজুল ইসলাম বিপ্লব ও ভাবি পলি এর দ্বারা নির্যাতিত। মূলত ভুক্তভুগী তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি তার একমাত্র ছেলে সন্তান সাব্বির কে নিয়ে খালিশপুর এর বঙ্গবাসী এলাকায় তার বাবার বাসায় চলে আসেন এবং একটি স্কুলে শিক্ষকতা করে যে টাকা উপার্জন করেন তাই দিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বিভিন্ন সময় তার আপন বড় ভাই বিপ্লব ও তার ভাবি ভুক্তভোগী কে নানান অজুহাতে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালান এবং নানান মিথ্যা অপবাদ দিয়ে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ সকল বিষয় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা বারবার আইনের সহায়তা নিয়েছেন কিন্তু তার ভাই বিপ্লব রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় কখনোই সুবিচার পাননি তিনি। এ সকল ঘটনার ধারাবাহিকতায় গত ২ আগস্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিপ্লব ও তার স্ত্রী পলি জোরপূর্বক ভুক্তভোগীর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভুক্তভোগী ও তার ছেলেকে বেধড়ক মারধর ও ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে এবং তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে। উক্ত বিষয় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা খালিশপুর থানা ও খুলনা জেলার সেনাবাহিনী ক্যাম্প বরাবর জীবনের নিরাপত্তা ও তার প্রতি হওয়া অন্যায়ের বিচারের দাবিতে একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে উক্ত বিষয় অভিযুক্ত তাইজুল ইসলাম বিপ্লব কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।