(সিলেট সদর প্রতিনিধি)
সিলেটের দক্ষিনসুরমার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে কম্পিউটার ও একটি ডিজিটাল প্রিন্টার প্রদান করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে।বিদ্যালয়ের প্রিন্সিপাল শাহনেওয়াজ আলমের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব নাছির উদ্দিন, ব্যারিস্টার জুনেদের বড় ভাই লন্ডনপ্রবাসী নুরুল আমীন, জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামের যুব সংগঠক জামাল উদ্দিন, এনসিপির জেলা সংগঠক সুহেল আহমেদ মূসা, করিমপুর গ্রামের বাবুল মিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে লন্ডনপ্রবাসী নাছির উদ্দিন বলেন, “ব্যারিস্টার জুনেদ একজন সচেতন ও মানবিক তরুণ সমাজসেবী। তিনি বুঝতে পারেন সময়ের চাহিদা কী। এই স্কুলের ছাত্রছাত্রীরা যেন পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই তিনি এই অবদান রেখেছেন। ডিজিটাল যুগে এগিয়ে যেতে হলে কম্পিউটার শিক্ষা অপরিহার্য, আর এই প্রত্যন্ত অঞ্চলে এমন অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়।”উপস্থিত সবাই ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের এই উদ্যোগকে অভিনন্দন জানান এবং তার এধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।