মোঃ কামরুল হাসান সৈকত, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত (ঢাবি) 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা। আজ ২৩শে ফেব্রুয়ারি (শুক্রবার) নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এই ভর্তি পরীক্ষা । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিগত বছরগুলোতে ঢাকার বাইরের শিক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় শহরগুলোতেও অনুষ্ঠিত হয়ে আসছে। পূর্বে ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্র ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবছর কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঢাবি ভর্তি পরীক্ষা। আগামীকাল 'খ'ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে, পর্যায়ক্রমে সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নজরুল বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যাবসায় প্রশাসন অনুষদ, সমাজিক বিজ্ঞান অনুষদ ও নবনির্মিত একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায়। নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করছে।