জনপ্রিয়

আগুনে পুড়ে ছাই হলো ছুট্টু মেম্বারের বসতভিতা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ : ছাগলনাইয়া উপজেলার ইউনিয়ন উত্তর যশপুর গ্রাম। অদ্য ৫ই এপ্রিল শুক্রবার দুপুরে আগুন লাগে মেম্বার ছুট্টু মেম্বারের বসতভিটায়। তেমন কোনো ক্ষতি হয় নি। কিন্তু আগুনে পুড়ে ছাই হলো বসতবাড়ি। সূত্রে জানা গেছে যে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের লোক আসার আগে আগুন নেভাতে সক্ষম হন স্থানীয় লোকজন। তারা জানান নামাজ শেষে লক্ষ্য যায় ঘরের আগুনের দিকে। দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। কিন্তু তারা আসার আগে আগুন যাতে না ছড়ায় সে জন্য আগুন নেভানোর পদক্ষেপ নেন এবং এতে তারা সক্ষম হন।

  • আগুনে পুড়ে ছাই হলো ছুট্টু মেম্বারের বসতভিতা