আকাশ দাশ সৈকত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী তিন আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন আসন্ন নিলামের জন্য নাম জমা দেওয়া ক্রিকেটাররা। বিষয়টি আজ নিশ্চিত করেছেন ক্রীড়া ভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকেনফো।
প্রতি তিনবছর পর পর আইপিএলের মেঘা নিলামের বিকিনিনির আসর বসে । যেখানে নতুন করে দল গুছানোর কাজে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে এবার নতুন নিয়ম হিসেবে আসন্ন সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪-২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে দল পাওয়া ক্রিকেটাররা আগামী তিন আসরের জন্য দলে চুড়ান্তভাবে মনোনীত হবে । এমন অবস্থায় দীর্ঘদিন ধরে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়াও এইবারের নিলামে দল পাওয়ার কথা রয়েছে আরো কয়েকজন বাংলাদেশী ক্রিকেটারের। এইদিকে নিলামে দল পাওয়া ক্রিকেটারদের আগামী তিন বছরের জন্য ছাড়পত্র দিতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
এবারও মুস্তাফিজ-সাকিব ছাড়াও নিলামের তালিকায় আছেন– রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদ আছেন এক কোটি রুপির ক্যাটাগরিতে । অন্যদিকে বাকিরা সবাই ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে ।