আকাশ দাশ সৈকত
আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভালো করতে না পারলে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিবেন রোহিত শর্মা এমনটাই মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত। সম্প্রতি ব্যাট হাতে টেস্ট ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ওপেনার এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার। সর্বশেষ দশ ইনিংসে ফিফটি করেছেন মাত্র একটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত হওয়া সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ তিনি। তাইতো রোহিতের এমন ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকের মতে ৩৮ বছর বয়সী এই ব্যাটারের অবসর নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এমন অবস্থায় রোহিতের ফর্ম নিয়ে এইবার প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত, দিয়েছেন উত্তর ও বলেছেন অস্ট্রেলিয়ায় ভালো খেলতে না পারলে নির্বাচকরা বাদ দেওয়ার আগেই তিনি সেচ্ছায় চলে যাবেন অবসরে। শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি–টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।’